বাঁয়ে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের। মাঝে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে র্যাবের। আর ডানে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে আনসারের। সচিবালয়ে সংবাদ সম্মেলন শেষে পোশাকের এই ধরনগুলো দেখানো হয়
বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, বাহিনীর মনোভাব পরিবর্তন করতে পোশাক পরিবর্তন করা হচ্ছে। পুলিশের পোশাক হবে লোহার (আয়রন) রঙের, র্যাবের জলপাই (অলিভ) রঙের এবং আনসারের সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। পরিবর্তনটি ধীরে ধীরে বাস্তবায়িত হবে।
এছাড়া, সীমান্তে বিএসএফের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের পরিপ্রেক্ষিতে বিজিবির জন্য সেগুলি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের সংখ্যা কমে ৩৩ হাজার ৬৩৮ তে দাঁড়িয়েছে, এবং তাদের বৈধতার জন্য ১০ কোটি টাকা আয় হয়েছে বলে জানান তিনি।
Leave feedback about this