বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা। মঙ্গলবার (২১ জানুয়ারি) মাঠে নামবে বার্সেলোনা, লিভারপুল, এবং অ্যাতলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো।
বার্সার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা, লিভারপুল খেলবে লিলের বিপক্ষে, আর অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে লেভারকুজেনের। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখাচ্ছে লিভারপুল ও বার্সেলোনা। প্রথম ছয় রাউন্ড শেষে লিভারপুল শীর্ষে রয়েছে, তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট, যেখানে বার্সেলোনার সংগ্রহ ১৫ পয়েন্ট। লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সা চ্যাম্পিয়ন্স লিগেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।
২০১৪-১৫ মৌসুমের পর আর কোনো ইউরোপ সেরার শিরোপা জিততে পারেনি বার্সা, তবে এবার তাদের পারফরম্যান্সের কারণে নতুন আশা তৈরি হয়েছে। টুর্নামেন্ট শুরুতে মোনাকোর কাছে হারলেও, এরপর একের পর এক দলকে হারিয়ে তাদের দুর্দান্ত পুনরুত্থান ঘটেছে। ইতোমধ্যে তারা পরবর্তী পর্বে নিজেদের স্থান নিশ্চিত করেছে, লিভারপুলের পর দ্বিতীয় দল হিসেবে।
এদিকে, লিভারপুল-বার্সার দাপটের বিপরীতে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সময় পার করছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। তিনটি জয় নিয়ে রিয়াল মাদ্রিদ টেবিলের ২০ নম্বরে এবং ম্যানচেস্টার সিটি আট পয়েন্ট নিয়ে ২২ নম্বরে অবস্থান করছে। পিএসজির অবস্থানও ২৫ নম্বরে, তাদের জন্য শেষ ষোলতে জায়গা পাওয়া বেশ কঠিন হয়ে যাবে।
Leave feedback about this